বিশ সাল বাদ মহেশ-বিক্রম-এর হাড় হিম করা 'কোল্ড'
প্রায় দু-দশক পর আবার একসঙ্গে কাজ করছেন মহেশ ভাট এবং বিক্রম ভাট। বিপাশা বাসু অভিনীত রাজ ছবিতে একসঙ্গে শেষবার কাজ করেছিলেন তাঁরা দুজনে। মূলত মহামারী পরবর্তি সময়কে নিয়েই তৈরি হতে চলেছে তাঁদের পরবর্তী ছবি কোল্ড।আলফ্রেড হিচককের আ গ্লিম্পস ইনটু দ্য ওয়ার্ল্ড প্রুভস দ্যাট হরর ইজ নাথিং আদার দ্যান রিয়ালিটি, মাস্টার অব সাসপেন্স, এই সূত্র মেনেই কোল্ড ছবির কাজ শুরু করেছেন বিক্রম ভাট এবং মহেশ ভাট। কুড়ি বছর পর দুজনে এক সঙ্গে জুটি বেধে শুরু করে ফেলেছেন এই ছবির প্রস্তুতি। বলিউড-এ ছবির প্রথম পর্যায়ের কাজ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই।ছবির পরিচালক বিক্রম ভাট বলেন, গত এক বছর ধরে এক গভীর যন্ত্রণাদায়ক সময়ের সাক্ষী থেকেছি আমরা, করোনা আমাদের অনেক কিছু কেড়ে নিয়েছে, আবার অনেককিছু শিখিয়েও দিয়েছে। সেই বাস্তব অভিজ্ঞতা ও যন্ত্রণাই প্রতিফলিত হবে কোল্ড ছবিতে। অনেক-কিছু ভাবা এবং শেখার মন্ত্র নিয়েই এতদিন আমরা পথ চলছিলাম। কিন্তু, করোনাকালীন সময়টা আমাদের শিখিয়েছে, কিছু জিনিস না ভাবা এবং না শেখাই ভালো।কোল্ড এর চিত্রনাট্য লিখেছেন মহেশ ভাট। বিক্রম ভাট এ প্রসঙ্গে বলেন, আমি যে আঙ্গিকে ছবিটি তৈরি করতে চেয়েছিলাম, তা মহেশের থেকে ভালো আর কেউ বা লিখতে পারত? কুড়ি বছর পর আবার আমার গুরু মহেশ ভাটের সঙ্গে কাজ করছি। বিক্রম ভাট প্রতিশ্রুতি দিয়ে বলেছেন কোল্ড ভারতীয় সিনেমার সবচেয়ে ভয়ংকর ছবি হবে। বিক্রম ভাট জানান, চিরাচরিত ভয়ংকর ছবিগুলির বোকা বোকা দৃশ্য পর্দার আড়াল থেকে ভূত বেরিয়ে আসা কিংবা শূন্যে ঝুলে থাকার সূত্র এখনকার দর্শকরা বড় বোকা বোকা ভাবে। আর তাই এই ধরনের বিষয়গুলিকে বাতিলের খাতায় ফেলে একেবারে নতুন আঙ্গিকে কোল্ড ছবিটি বানাতে চলেছেন ভাটেরা।ভয়ংকর এক সময়ের সাক্ষী হতে চলেছেন এক মহিলা। নতুন শহরে ওই মহিলার পথচলার কাহিনীকে কেন্দ্র করেই মূলত তৈরি হচ্ছে কোল্ড। প্রতি মুহূর্তে প্রাণ সংশয় নিয়ে বাঁচার গল্পই বলতে চলেছেন দুই হরর জ্যঁর বিশেষজ্ঞ। ছবিটি প্রযোজনা করছেন কৃষ্ণা ভাট এবং অমর ঠক্কর। ছবিতে অভিনয় করতে চলেছেন পিৎজা খ্যাত অক্ষয় ওবেরয় এবং নবাগতা অনিশা পাহুজা।জয়ন্ত চট্টোপাধ্যায়